সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:৩৭ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) মাঠ পর্যায়ের একটি দপ্তরে বন্দুক হামলায় এক বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজনকে মারাত্মকভাবে আহত করার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় সময় বুধবারের এ ঘটনায় বন্দুকধারী হামলা চালাতে আইসিই-র ওই দপ্তরের নিকটবর্তী একটি ছাদ ব্যবহার করেন। সেখান থেকে একটি বুলেট উদ্ধার করা হয়েছে যেটিতে ইংরেজিতে ‘অ্যান্টি-আইসিই’ লেখা ছিল; খবর বার্তা সংস্থা রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সদস্যরা এ হামলাকে ‘বামপন্থিদের দ্বারা প্ররোচিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতার সর্বশেষ উদাহরণ’ বলে অভিহিত করেছেন।
তারা আইনপ্রয়োগকারী ও রক্ষণশীল রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অন্যায়ভাবে অপবাদ দেওয়ার মাধ্যমে ঘৃণা উস্কে দেওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ও অন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন।
এএফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল এক্স এ একটি ছবি পোস্ট করে সেখানে সন্দেহভাজন ব্যবহার করেনি এমন গুলি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন। সেগুলোর মধ্যে গুলির একটি রাউন্ডের আবরণে ‘অ্যান্টি-আইসিই’ লেখা আছে।