উরুগুয়ের রাজধানী মন্টিভিদোর উপকণ্ঠে ত্রেইনতা ই ত্রেস শহরে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি হয়েছে। গতকাল রোববার ঘটে যাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে আটজন নারী ও দুজন পুুরুষ রয়েছেন। বলা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছে ঘর গরম করার হিটার থেকে।
আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছালে ফায়ার সার্ভিস কর্মীরা নার্সিং হোমের মূল প্রবেশ পথ ভাঙা দেখতে পান। ওই সময় বসার ঘরে থাকা আগুন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছিল বলে জানান কর্মীরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উরুগুয়ের স্বাস্থ্যমন্ত্রী কারিনা রান্দো এই অগ্নিকাণ্ডকে ‘দুর্ঘটনা’ উল্লেখ করে বলেন, “ঘর গরম করার হিটার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।” নার্সিং হোম সম্পর্কে মন্ত্রী আরও বলেন, “প্রতিষ্ঠানটি সম্প্রতি পরিদর্শন করেছি। তখন তেমন কোনও সমস্যা দেখিনি।”
সূত্র: রয়টার্স