অক্টোবর ১১, ২০২৩, ০১:১৯ পিএম
মারা গেলেন ১০৪ বছর বয়সে স্কাইডাইভিং করে রেকর্ড গড়া নারী ডরোথি হাফনার। তিনি বলেছিলেন , বয়স একটা সংখ্যা ছাড়া কিছু নয়।
একথা তিনি প্রমাণ করে ১০৪ বছরের বিমান থেকে স্কাইডাইভিং করে রীতিমতো বিশ্ব রেকর্ড গড়েছিলেন। তিনি ছিলেন স্কাইডাইভিং করা বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী।
গত ১ অক্টোবর যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে প্রায় ৮৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অটোয়ায় মাটি স্পর্শ করে রেকর্ড গড়েন ১০৪ বছর বয়সী নারী ডরোথি হফনার।
এর আগে ২০২২ সালের মে মাসে বয়স্ক নারী হিসেবে স্কাইডাইভিং করেন সুইডেনের লিনিয়া ইনগেগার্ড লারসন। তাঁর বয়স ছিল ১০৩ বছর। ফলে এবার এ তালিকায় নাম লিখিয়েছিলেন ১০৪ বছর বয়সী ডরোথি হাফনার।
হাফনার জানিয়েছিলেন, প্রথম স্কাইডাইভ করেছিলেন যখন তাঁর বয়স ছিল ১০০। অতঃপর তিনি ১৩ হাজার ৫০০ ফুট ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে সাত মিনিটের মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিলেন।
বন্ধুরা তাঁকে অভিনন্দন জানাতে ছুটে এসে মাটিতে ফেরার পর তাঁর অনুভতি জানতে চাওয়ায় তিনি বলেছিলেন‘পুরো জিনিসটি আনন্দদায়ক, বিস্ময়কর, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’
তিনি এখানেই থেমে থাকতে চাননি আগামী ডিসেম্বরে তারঁ ১০৫ বছর পূর্ণ হবার পর হট এয়ার বেলুন থেকে স্কাইডাইভ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁর এ স্বপ্ন পূরনের আগেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন।
ডরোথি হাফনার মারা গেলেও তার নামটি এবং তাঁর সাহসিকতা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে।