১৪ জন জিম্মি মুক্তি; যুদ্ধবিরতি বেড়েছে এক দিন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৩, ১২:৪৬ পিএম

১৪ জন জিম্মি মুক্তি; যুদ্ধবিরতি বেড়েছে এক দিন

হামাসের জিম্মি মুক্তি। ছবি: রয়টার্স

কাতারের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতি বাড়লো একদিন। এর আগে ষষ্ঠ দফায় আরও ১৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জিম্মিদের মধ্যে ১০ জন ইসরায়েলি ও ৪ জন থাই নাগরিক। এর আগে, হামাস দুই রুশ নাগরিককেও ছেড়ে দেয়। বিপরীতে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে দুই পক্ষের মধ্যস্থতাকারী কাতার জানায়, যে ১০ জন ইসরায়েলিকে ছাড়া হয়েছে, তাদের মধ্যে তিনজন জার্মানিরও নাগরিক। একজন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। একজন ইসরায়েলের পাশাপাশি ডাচ নাগরিক।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, ‘১০ জন ইসরায়েলি ও চারজন থাই নাগরিক ইসরায়েলে প্রবেশ করেছেন। তাদের পরিবারকে এ কথা জানানো হয়েছে।’

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বলেছে, ‘রেডক্রস এই ১৪ জনকে ইসরায়েলে পৌঁছে দিয়েছে। প্রথমে তাদের স্বাস্থ্যপরীক্ষা করা হবে এবং তারপর ইসরায়েলি সশস্ত্রবাহিনী তাদের গন্তব্যে পৌঁছে দেবে।’

Link copied!