রাশিয়ার দুই শহরে সন্ত্রাসী হামলায় ১৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৪, ২০২৪, ০৩:২৭ এএম

রাশিয়ার দুই শহরে সন্ত্রাসী হামলায় ১৫ পুলিশ নিহত

ছবি: সংগৃহীত

রাশিয়ার দুই শহরে একযোগে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্রে বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে ৬ জন বন্দুকধারীকেও ঘটনাস্থলে হত্যা করা হয়েছে।

সোমবার (২৪ জুন) ভোরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেন দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ। তিনি বলেন, “দাগেস্তান ও পুরো দেশের জন্য এই হামলা একটি ট্র্যাজেডি। ১৫ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ‌সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।”

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে হামলায় অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ জন আহতের খবর এসেছে।

ছবি: সংগৃহীত

রোববার সন্ধ্যায় দাগেস্তানের ডারবেন্ট ও মাখাচকালা শহরে ইহুদিদের উপাসনালয় সিনাগগ, দুটি গির্জায় ও পুলিশের একটি তল্লাশিচৌকিতে বন্দুকধারীদের এই হামলার ঘটনা ঘটে। ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটস। কয়েক বছরের মধ্যে রাশিয়ায় বড়সড় সন্ত্রাসী হামলার অন্যতম বলে ধরা হচ্ছে এই হামলাকে।

তবে কতজন পুলিশ নিহত এবং কতজন আহত হয়েছে সেটা উল্লেখ করেননি তিনি। গভর্নর মেলিকভ বলেন, “আমরা বুঝতে পেরেছি, সন্ত্রাসী হামলার সংগঠনের পেছনে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী।”

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, নিহতদের মধ্যে একজন অর্থোডক্স ধর্মপ্রচারক রয়েছেন। ছয় হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের খোঁজে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। তবে হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি।

সূত্র: আল জাজিরা, বিবিসি, সিএনএন

Link copied!