ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৪, ১১:০৬ পিএম

ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ১৮

ইরানের হামলার পর এবার ইসরায়েলে ড্রোন হামলা করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলায় ইহুদিবাদী দেশটির ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সেনা সদস্য ১৪ এবং বেসামরিক লোক আছেন ৪ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৭ এপ্রিল) উত্তর সীমান্তের আরব আল-আরামশি গ্রামে একটি কমিউনিটি সেন্টারে ড্রোন হামলার বিষয়টি ইসরায়েলের দুটি সূত্র নিশ্চিত করেছে।

চিকিৎসক ও সামরিক সূত্র জানায়, এই হামলার পর পরই হিজবুল্লাহ দায় স্বীকার করেছে। স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষের ভাষ্য, হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সীমান্তের বসতিতে একাধিক আঘাত এসেছে। তবে হামলায় আহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। সংবাদমাধ্যমের খবরে শুধু বলা হয়েছে, আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে থাকা একটি গাড়িতেও হামলা হয়েছে।

দায় স্বীকারের বার্তায় হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনার ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহৃত হয়েছে। গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় ২ কমান্ডারসহ ৩ সদস্য নিহতের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Link copied!