নতুন করে সহিংসতায় মণিপুর রাজ্যে ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৫, ২০২৩, ০৬:৩৫ পিএম

নতুন করে সহিংসতায় মণিপুর রাজ্যে ২ জন নিহত

সংগৃহীত ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৪ আগস্ট) গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলায় এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির  এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিষ্ণুপুর জেলার পুলিশ নতুন করে এই সহিংসতার কথা নিশ্চিত করেছেন। শুক্রবারের সহিংসতার ঘটনায় কুকি সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নি সংযোগেরও অভিযোগ উঠেছে।

বিষ্ণুপুর জেলার পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটা নাগাদ বাফার জোন পেরিয়ে কিছু মানুষ মেইতি এলাকায় প্রবেশ করলে তাদের ওপর বন্দুক ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একই পরিবারের বাবা ও ছেলে রয়েছে। তারা ওইসময় নিজেদের বাড়ি পাহারা দিচ্ছিলেন।   

এর আগে, মণিপুর রাজ্যের দুটি নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালিয়ে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। আরেক ঘটনায় গোলাগুলিতে পুলিশের এক কর্মকর্তা নিহত হন। 

গত বৃহস্পতিবার রাজ্যটির পশ্চিম ইম্ফল ও বিষ্ণুপুর জেলায় পৃথক এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে।

প্রসঙ্গত, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী মেইতেইরা সম্প্রতি জনজাতি সম্প্রদায়ের মর্যাদা দাবি করলে এনিয়ে সংখ্যালঘু জনজাতি সম্প্রদায় কুকিদের সাথে তাদের জাতিগত দাঙ্গা শুরু হয়। তিন মাসেরও বেশি সময় ধরে চলা এসব দাঙ্গা ও সহিংসতার ঘটনায় কয়েকশ মানুষ নিহত ও কয়েক হাজার বাস্তুচ্যুত হয়েছেন বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।  

Link copied!