ইসরায়েলের জন্য ২ হাজার মার্কিন সেনা প্রস্তুত: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৩, ০৯:৪৯ পিএম

ইসরায়েলের জন্য ২ হাজার মার্কিন সেনা প্রস্তুত: পেন্টাগন

ইসরায়েলে চিকিৎসা ও লজিস্টিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করছে বলে জানিয়েছে পেন্টাগন।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী দুই হাজার সেনাকে মোতায়েনের জন্য রেখেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সামরিক সদস্য ও ইউনিটের একটি পরিসরকে মোতায়েনের জন্য বিশেষভাবে প্রস্তুত করেছেন। 

এর আগে বিষয়টি নিয়ে জানাশোনা আছে, এমন মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, গত রবিবার লয়েড অস্টিন বলেছেন, প্রস্তুতকৃত সেনাদের ইসরায়েলে চিকিৎসা ও লজিস্টিক সহায়তার জন্য মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

এই মার্কিন সেনাদের সুনির্দিষ্টভাবে কোথায় মোতায়েন করা হবে, তা জানাননি ওই মার্কিন কর্মকর্তারা। এক কর্মকর্তা শুধু এটুকুই বলেছেন যে তাঁদের ইসরায়েলের দক্ষিণ উপকূলে পাঠানো হবে। তাঁরা অবশ্য হামাসের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অংশ নেবেন না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল বুধবার ইসরায়েলে আসছেন। এরই মধ্যে সেনা প্রস্তুত রাখার বিষয়টি জানাল পেন্টাগন।

উল্লেখ্য, ইসরায়েল–হামাস সংঘাতে নিহত বেড়ে ৪ হাজার ১০০ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজারই ফিলিস্তিনি। গাজা থেকে অন্যত্র সরে গেছেন লাখো বাসিন্দা।

Link copied!