তুরস্কের এজিয়ান সাগরের গোকসিয়াদা দ্বীপের কাছে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি হয়েছে ২২ জনের। এর মধ্যে ৭ জনই শিশু।
শুক্রবার (১৫ মার্চ) দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তুরস্কের কোস্টগার্ড ২২ জনের মরদেহ উদ্ধার করেছে। যার মধ্যে ৭ জন শিশু রয়েছে। নিহত ২২ জনের নাগরিকত্ব এখনও নির্ণয় করা যায়নি। সেই সঙ্গে ডুবে যাওয়া নৌকাটিতে কতজন ছিলেন সেই তথ্যও জানা সম্ভব হয়নি। খবর এপি, আলজাজিরা।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে এক ব্রিফিংয়ে গভর্নর ইলহামি আকতাস বলেন, ‘তুর্কি কোস্টগার্ড কানাতালে প্রদেশের ইসেবাত শহরের উপকূল থেকে দুজনকে উদ্ধার করেছে এবং দুজন নিজ থেকে উপকূলে আসতে পেরেছে।’
কর্তৃপক্ষ বলছে, রাতেই দুর্ঘটনা ঘটে। গোকসিয়াদার কাছে কাবাটেপেতে একাধিক অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রয়েছে। উদ্ধারাভিযান চলছে, উদ্ধার কাজে একটি প্লেন, দুটি হেলিকপ্টার, একটি ড্রোন, ১৮টি নৌকা ও ৫০২ জন উদ্ধারকর্মী অংশ নিয়েছেন।
তুরস্কের কোস্টগার্ড বলছে, চলতি সপ্তাহের শুরু থেকে তারা অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে শতাধিক মানুষকে বাধা দিয়েছে। যার মধ্যে শিশুরাও ছিল।
অবৈধ অভিবাসী বোঝাই নৌকা ঠেলে দেওয়ায় এথেন্সের বিরুদ্ধে অভিযোগ করেছে তুরস্ক।