কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৩, ২০২৪, ০৬:৩৭ এএম

কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২৩

ছবি: সংগৃহীত

কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরির কয়েকটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

শনিবার (২২ জুন) সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এই হামলার পেছনে সশস্ত্র গোষ্ঠী ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গোর (সিওডিইসিও) হাত আছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার জুগু অঞ্চলে বিভিন্ন হত্যাকাণ্ড তাদেরই কাজ।

ডিআরসির সংঘাত কবলিত পূর্বাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সিওডিইসিও অন্যতম। জুগুর নিয়ালি-কিলো সম্প্রদায়ের নেতা ভিটাল টাংগুলো রয়টার্সকে বলেন, “বেশির ভাগকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পালানোর চেষ্টা করলেই গুলি করা হয়েছে। এসব গ্রামের লোকজনের যার যা কিছু ছিল সব লুট করে নিয়ে গেছে, যাওয়ার সময় বাড়িগুলো জ্বালিয়ে দিয়ে গেছে।”

হামলার কারণ এখনও স্পষ্ট নয়। কঙ্গোর সশস্ত্র গোষ্ঠীগুলো দীর্ঘ দিন ধরে চলা প্রভাব বিস্তারের প্রচেষ্টা ও ওই অঞ্চলের সমৃদ্ধ খনিজ সম্পদের জন্য সহিংতায় লিপ্ত।

চলতি বছরের শুরু থেকেই সিওডিইসিও আরও বেশি হামলা চালাতে শুরু করেছে। মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ জয়েন্ট হিউম্যান রাইটস অফিস (ইউএনজেএইচআরও) জানায়, এতে ইতুরির মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি হামলার সত্যতা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে ‘নৃশংসতা অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেছেন তিনি।

সূত্র: রয়টার্স, স্কাই নিউজ

Link copied!