সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩৫

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৩৫ পিএম

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩৫

সংগৃহীত

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। 

বুধবার (৩০ অক্টোবর) মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে চালানো ওই হামলায় নিহতরা সবাই আইএসআইএস সদস্য। খবর আল আরাবিয়া। 

সামাজিক যোগাযোগমাধ্যমে করা ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক পোস্টে বলা হয়েছে, সোমবার (২৮ অক্টোবর) সিরিয়ার মরুভূমিতে আইএসআইএসের একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে। এসব জায়গায় আইএসআইএসের একাধিক সিনিয়র নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। এতে সংগঠনটির অন্তত ৩৫ সদস্য নিহত হয়েছেন। তবে হামলায় বেসামরিক কেউ হতাহত হয়নি বলে দাবি মার্কিন বাহিনীর। 

প্রসঙ্গত, আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯০০ সেনা রয়েছে। জোটটি ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখলকারী আইএসআইএস‍‍`র বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরে আমেরিকান বাহিনী পর্যায়ক্রমে সিরিয়ায় আইএসআইএস-এর লক্ষ্য করে হামলা চালায়। এক পর্যায়ে নিজেদের দখলে থাকা অঞ্চলটির ক্ষমতা হারায় সংগঠনটি।

Link copied!