ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লারকানাভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি। তিনি বলেন, “এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।”
রেডিও পাকিস্তানের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, এই দুর্ঘটনায় অন্তত৩৫ জন পাকিস্তানি তীর্থযাত্রী নিহত হয়েছেন। সেই সঙ্গে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার বর্ণনা দিয়ে ডন জানায়, বাসটি হঠাৎ ব্রেক ফেইল হলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং পরে এতে আগুন ধরে যায়।
জানা গেছে, দুর্ঘটনার শিকার ওই বাসে মোট যাত্রীর সংখ্যা ছিল ৫৩ জন। তাদের বেশির ভাগই লারকানা, ঘোটকি ও সিন্ধুর অপরাপর শহরের বাসিন্দা। দুর্ঘটনায় আহতদের ইয়াজদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র: জিও নিউজ, ডন