নেপালে এক ঘণ্টায় চারটি ভূমিকম্প হয়েছে। এতে কেঁপে দিল্লিসহ ভারতের উত্তর অংশেও কম্পন অনুভূত হয়।
মঙ্গলবার ভূমিকম্প চারটি আঘাত হানে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। এর প্রভাবে ভারতের দিল্লিতেও এ কম্পন অনুভূত হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রথম ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় নেপালে। ২৫ মিনিটের মধ্যে ৬ দশমিক ২, এর ১৫ মিনিট পর ৩ দশমিক ৮ ও এর পর ১৩ মিনিটের মধ্যে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মঙ্গলবার বিকেলে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র। এ ছাড়া ভারতের অরুণাচল প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ও উত্তরাখন্ডে ৩ দশমিক ৩ মাত্রার কম্পন অনুভূত হয়।
এখন পর্যন্ত নেপালে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এনডিটিভি আরেক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরাখণ্ডের কাছে নেপালের পশ্চিমাঞ্চলের বাজং জেলায় বেশ কয়েকটি ভবন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়িঘর, ভবনের আংশিক ভেঙে পড়েছে। ভবনে ফাটলও দেখা দিয়েছে।
এর আগে সোমবার মেঘালয়ে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে আসামসহ উত্তর-পূর্বাঞ্চলীয় অংশে কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভূমিকম্পটি হয়।