রাশিয়ায় নদীর স্রোতে তলিয়ে প্রাণ গেল ভারতীয় ৪ তরুণের

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৮, ২০২৪, ০৩:৩৪ এএম

রাশিয়ায় নদীর স্রোতে তলিয়ে প্রাণ গেল ভারতীয় ৪ তরুণের

ছবি: সংগৃহীত

নদীর স্রোতে তলিয়ে গিয়ে রাশিয়ার নভগোরোদ স্টেট ইউনিভার্সিটির ৪ জন ভারতীয় শিক্ষার্থী একসঙ্গে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা একে অপরের বন্ধু ছিলেন।

ঘটনা বর্ণনায় জানা গেছে, সেন্ট পিটাসবার্গ শহরের উপকণ্ঠে অবস্থিত একটি নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় বাকি ৩ জনের। সবশেষ খবর অনুযায়ী দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মরদেহ এখনও খুঁজছে উদ্ধারকারী দল।

ভারতের মহারাষ্ট্রের এই ৫ জন তরুণ শিক্ষার্থী ভলখভ নদীর ধারে হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎ তাদের একজন নদীতে পড়ে যান। তাকে বাঁচাতে বাকিরাও লাফ দেন। কিন্তু নদীতে পড়ে যাওয়া বন্ধুকে তো বাঁচানো গেলই না। উল্টো বাকিরাও তলিয়ে গেল স্রোতে।

ঘটনা নজরে আসতেই স্থানীয় উদ্ধারকারী দল নদীতে নামে। এ সময় একজনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সূত্র: দ্য হিন্দু

Link copied!