কুয়েতে আগুনে নিহতদের ৪০ জনই ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৩, ২০২৪, ০৯:৪৬ এএম

কুয়েতে আগুনে নিহতদের ৪০ জনই ভারতীয়

ছবি: সংগৃহীত

কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ এলাকার একটি ছয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয় নাগরিক। এছাড়া এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।

কর্মকর্তারা বলছেন, বুধবার ভোরে ওই বহুতল ভবনের নিচ তলার একটি রান্নাঘরে আগুন লাগে। আগুনে মোট ৪৯ জন নিহত হন। ভোরে আগুন লাগায় সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে তারা মারা যান।

আরব টাইমসের খবর অনুযায়ী, নিহতদের বেশিরভাগই ভারতের কেরালা, তামিলনাড়ু ও উত্তর ভারতের বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

আজ যা হল তা শ্রমিকদের নিয়োগদাতা কোম্পানি ও ভবন মালিকের লোভের ফল উল্লেখ করে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ বলেন, “কুয়েত মিউনিসিপ্যালিটি এবং জনশক্তি বিষয়ক পাবলিক অথরিটিকে একই ধরনের লঙ্ঘন দমনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনাকবলিত ওই ভবনের মালিক এনবিটিসি গ্রুপ। এটির মালিক ভারতীয় ব্যবসায়ী কেজি আব্রাহাম। আরব উপসাগরীয় অঞ্চলে স্বল্প বেতনের শ্রমিকরা এই ধরনের কম টাকার ভাড়া বাসায় গাদাগাদি করে থাকেন।

এদিকে এই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের পর দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংয়ের কুয়েত যাওয়ার কথা রয়েছে।

Link copied!