এপ্রিল ৬, ২০২৪, ০৩:৩২ এএম
সংযুক্ত আরব আমিরাতের শারজায় বহুতল ভবনে আগুন লেগে ৫ জন নিহত ও আহত হয়েছেন আরও ৪৪ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আল নাহদাতে একটি উঁচু আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, আল নাহদার একটি ৩৮ তলা আবাসিক টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় ৫ জন দমবন্ধ হয়ে মারা গেছে। আহতদের মধ্যে ১৭ জন মাঝারি আঘাত পেয়েছেন। বাকিদের অবস্থা খুব গুরুতর না।
শারজাহ পুলিশ পক্ষ থেকে জানানো হয়, ১৭ জনকে জরুরি সেবা দেওয়া হয়েছে। ১৮ শিশুসহ ১৫৬ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সড়িয়ে নেওয়া হয়েছে।