মার্চ ২৪, ২০২৫, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগ ভেস্তে যাওয়ার পর গত সপ্তাহে থেকে নতুন করে গাজায় তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল। এরই অংশ হিসেবে গাজায় ইসরায়েলের আকাশ হামলায় হামাসের এক রাজনৈতিক নেতাসহ পাঁচজন নিহত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন হামাস ও ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা।
ইসরায়েল বলছে, রোববারের হামলাটি হামাসের এক গুরুত্বপূর্ণ সামরিক নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিসের আল নাসের হাসপাতালের সার্জারি বিভাগে আঘাত হানা হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, হাসপাতালটির ক্ষয়ক্ষতি কমাতে বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহের পর সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে।
হামাস জানিয়েছে, এ হামলায় তাদের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম নিহত হয়েছেন।
বারহুমই তাদের হামলার লক্ষ্য ছিল বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের সামরিক বাহিনী তাদের লক্ষ্যের নাম না নিয়ে তাকে শুধু হামাসের একজন ‘প্রধান সন্ত্রাসী’ বলে বর্ণনা করেছে।
হামাসের আল আকসা টিভি জানিয়েছে, ইসরায়েলের আগের এক হামলায় আহত বারহুম হাসপাতালে ভর্তি ছিলেন।
অপরদিকে ইসরায়েল বলছে, হামাস পদ্ধতিগতভাবে হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রগুলোকে তাদের উদ্দেশ্য সাধনে ব্যবহার করছে। হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
রয়টার্স জানিয়েছে, সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে হাসপাতালের মতো মনে হওয়া একটি ভবনের তিন তলায় আগুন জ্বলতে দেখা গেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে ওই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
এর আগে খান ইউনিসে ইসরায়েলের পৃথক আরেক হামলায় হামাসের আরেক রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা শনিবার গভীর রাতে বারদাউইলকে হত্যা করেছে।
বারদাউইল ও বারহুম উভয়েই হামাসের ১৯ সদস্যের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘রাজনৈতিক দপ্তর’ এর সদস্য ছিলেন। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই পরিষদের ১১ জন সদস্য নিহত হয়েছেন।
প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর গত মঙ্গলবার থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। এর মধ্যে ইসরায়েলের আক্রমণ আরও বিস্তৃত হয়েছে বলে গাজার বাসিন্দারা জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার খান ইউনিস ও রাফায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।
গাজায় প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে বলে রোববার ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।