মধ্যপ্রাচ্যের ৬ দেশ ঘোরা যাবে এক ভিসায়

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২৩, ০২:১৮ পিএম

মধ্যপ্রাচ্যের ৬ দেশ ঘোরা যাবে এক ভিসায়

ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু হচ্ছে মধ্যপ্রাচ্যেও। উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশে একক ভিসা পদ্ধতির অনুমোদন দিয়েছে দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যটকরা এক ভিসা দিয়েই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমানে ভ্রমণ করতে পারবেন।

বৈশ্বিক অর্থনীতির খারাপ পরিস্থিতির মধ্যেও ভালো অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের পর্যটন খাত। বিশেষ করে করোনা-পরবর্তী সময়ে এই খাত থেকে আয় বেড়েছে। 

খালিজ টাইমসের খবর বলছে, কাতারের রাজধানী দোহায় জিসিসি’র ৪৪তম শীর্ষ সম্মেলন চলাকালে একক ভিসা চালুর সিদ্ধান্ত জানিয়েছেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ বিন আকিল আল-খতিব। এরইমধ্যে একক ভিসা চালুর এ সিদ্‌ধান্ত কার্যকর করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!