ভারতের মুম্বাইয়ে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে।
মুম্বাইয়ের থানের ডোম্বিভালির ফেস-২-এর একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পর ৩০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতর এখনও আরও অনেক শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ১৫ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের আঘাতে আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। কারখানার পাশে একটি গাড়ির শোরুমসহ আরও দুটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।
সূত্র: এনডিটিভি