জুলাই ১৩, ২০২৪, ১০:১৬ এএম
অবরুদ্ধ গাজা সিটিতে সপ্তাহ জুড়ে অভিযান শেষে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি। একই সঙ্গে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সময় সকালে ইসরায়েলি সেনারা গাজা সিটি থেকে সরে যাওয়ার পর তাল আল-হাওয়া এলাকা থেকে ৬০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ আশঙ্কা করেছেন, ধ্বংস্তুপের নিচে আরও বহু মানুষের মরদেহ চাপা পড়ে থাকতে পারে। তিনি বলেন, “রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছিন্নভিন্ন হয়ে গেছে অনেক ফিলিস্তিনির দেহ। এর মধ্যে পুরো একটি পরিবারের সদস্যদের লাশও আছে। এমনকি একটি বাড়ির ভেতরে পুরো একটি পরিবারের সবার পুড়ে যাওয়া লাশও আছে।”
স্থানীয় অধিবাসী ও উদ্ধারকর্মীরা বলছেন, কিছু এলাকা থেকে ইসরায়েলের ট্যাংক সরে গেলেও উঁচু একাধিক স্থানে স্নাইপার ও ট্যাংক এখনও রয়েছে। সতর্ক করা হচ্ছে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করা বাসিন্দাদের।
ইসরায়েলি বাহিনীর তৎপরতায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। ইসরায়েলের বিমান হামলায় খান ইউনিসের উপকণ্ঠে যুক্তরাজ্যের মানবিক ত্রাণ সংগঠন আল খায়ের ফাউন্ডেশনের ৪ ত্রাণকর্মী নিহত হয়েছেন। এদিকে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের আলোচনার মধ্যেই ইসরায়েল গাজা সিটিতে ওই ভয়াবহ অভিযান পরিচালনা করা হয়েছে।
গত বছর ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে প্রায় ১০ মাস ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
সূত্র: আল জাজিরা, আনাদোলু