ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় সাতজন ত্রাণকর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) মার্কিন ত্রাণ সরবরাহকারী সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সংস্থাটি আলজাজিরাকে জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় তাদের সাতজন ত্রাণকর্মী নিহত হয়েছেন। নিহতরা ফিলিস্তিন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও একজন যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক।
এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ডব্লিউসিকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা শেফ জোসে আন্দ্রেস। গাজায় নির্বিচার এই গণহত্যা বন্ধে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখনও ৩২ হাজার ৮৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ হাজার ৩৯২ জন। এর বিপরীতে হামাসের হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা ১ হাজার ১৩৯ জন।