মেক্সিকোয় একটি গির্জার ছাদ ধসে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে কমপক্ষে ২০ জন। রবিবার (১ অক্টোবর) দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির এক প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ার পর ৪৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
অন্যদিকে তামাউলিপাস প্রদেশের পুলিশ জানায়, ছাদ ধসে পড়ার সময় গির্জাটিতে শখানেক লোক ছিলেন। দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল।
আটকে পড়াদের মধ্যে বেশকটি শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশকিছু ছবিতে দেখা গেছে গির্জার ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এছাড়াও আশপাশের লোকদের ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে ভেতরে আটকাপড়া মানুষদের জন্য অনুসন্ধান চালাতে দেখা যাচ্ছে। এছাড়াও ছাদ ধসে পড়ার সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবার দলগুলোও ঘটনাস্থলে হাজির হয়।
কর্তৃপক্ষ অবশ্য ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষকে নীরব থাকার অনুরোধ জানিয়েছেন, যেন আটকেপড়াদের কেউ সাহায্যের জন্য ডাকছে কিনা তা শোনা যায়।