ইউক্রেনীয় সেনাবাহিনীর সব আঞ্চলিক প্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১২, ২০২৩, ০২:২৩ পিএম

ইউক্রেনীয় সেনাবাহিনীর সব আঞ্চলিক প্রধান বরখাস্ত

সংগৃহীত ফাইল ছবি

ইউক্রেনের সেনাবাহিনীর সব আঞ্চলিক প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঘুষ গ্রহণ, মানবপাচার, বিভিন্ন দেশ থেকে সহায়তা  হিসেব পাওয়া অস্ত্র ও ত্রাণসামগ্রী চোরাই পথে বিক্রির অভিযোগে একসাথে তাদের বরখাস্ত করা হয়।

স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন বলে খবর রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া কর্মকর্তারা সবাই সেনাবাহিনীর বিভিন্ন শাখার আঞ্চলিক রিক্রুটমেন্ট কেন্দ্রগুলোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় সেনা নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপরই তদন্ত শুরু করে সরকারের উচ্চপর্যায়ের একটি দল। তদন্তে নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম-অব্যবস্থাপনা ও অপরাধমূলক তৎপরতা সংক্রান্ত ১১২টি অভিযোগ উঠে এসেছে ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন আঞ্চলিক শাখার বিরুদ্ধে।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সেনাবাহিনীর সব আঞ্চলিক প্রধানকে বরখাস্ত করেছি। কারণ একটি ব্যবস্থা সেসব লোকজনের দ্বারা পরিচালিত হওয়া উচিত, যারা জানে যুদ্ধ আসলে কী এবং সেই সময় ঘুষগ্রহণ, উদাসীনতা বা যে কোনো ধরনের দুর্নীতি উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহের শামিল।’

তিনি বলেন, আমাদের সেনাবাহিনী সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। অনেক কর্মকর্তা যেভাবে যোদ্ধাদের নির্দেশনা দিচ্ছেন, যেভাবে কর্তব্য পালন করছেন— তা পুরোপুরি অনৈতিক।’

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে ১১ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছিল ইউক্রেন। এছাড়া, মে মাসে ঘুষগ্রহণের অভিযোগে ইউক্রেনের প্রধান বিচারপতিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। 

Link copied!