ইসরাইলগামী সব জাহাজে হামলা করা হবে: হুতি

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৩, ০১:৩৪ পিএম

ইসরাইলগামী সব জাহাজে হামলা করা হবে: হুতি

ইসরায়েলগামী সকল জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এছাড়াও সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে ইসরায়লি বন্দরের সঙ্গে লেনদেন করা থেকে বিরত থাকতে সতর্ক করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

শনিবার ( ৯ ডিসেম্বর) এক বিবৃতিতে হুতির একজন মুখপাত্র বলেন, ‘যদি গাজা প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তাহলে লোহিত সাগরে ইসরাইলগামী সব জাহাজে আমাদের সশস্ত্র বাহিনী হামলা করবে।’

পশ্চিমা বিশ্লেষকদের মতে, ইরান সমর্থিত সংগঠনটি এই উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সংঘাত সৃষ্টির ঝুঁকি তৈরি করছে।

গত সপ্তাহে, হুতিরা ইয়েমেনি উপকূলে দুটি জাহাজে আক্রমণ করেছিল। যার মধ্যে একটি বাহামা-পতাকাবাহী জাহাজ ছিল। তবে জাহাজটি ইসরাইলি মালিকানাধীন বলে দাবি করা হয়েছিল।

এ বিষয়ে হুতির কর্মকর্তরা বলেছেন, ফিলিস্তিনকে সমর্থন করে তারা এসব হামলা চালাচ্ছে।  অন্যদিকে ইসরাইলের দাবি, জাহাজে হামলা ‘ইরানী সন্ত্রাসবাদের কাজ।’

৭ অক্টোবর হামাসের সদস্যরা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা ও ২৪০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করার পর থেকে এই প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে।

এই হামলায় এখন পর্যন্ত ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৪৯ হাজার আহত হয়েছেন।

Link copied!