ইউক্রেনকে অস্ত্র সরবরাহ, দক্ষিণ কোরিয়াকে পুতিনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২২, ২০২৪, ০৯:৩৮ এএম

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ, দক্ষিণ কোরিয়াকে পুতিনের হুঁশিয়ারি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের কথা বিবেচনা করায় দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সতর্ক করে দিয়ে তিনি বলেন, “দক্ষিণ কোরিয়া রাশিয়ার যুদ্ধে বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিলে সেটা হবে বড় ভুল।”

সম্প্রতি উত্তর কোরিয়া ও রাশিয়া একে অপরকে সহযোগিতা এবং নিরাপত্তা সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। এই প্রতিশ্রুতিতে দুই দেশের চুক্তি স্বাক্ষরের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া জানায়, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছে তারা। আর এর অব্যবহিত পরেই পুতিনের হুঁশিয়ারি সামনে এলো।

সূত্র: বিবিসি

Link copied!