মালয়েশিয়ায় বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২৩, ১২:৩৯ এএম

মালয়েশিয়ায় বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১০

মালয়েশিয়ার যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে দেশটির সেলানগর রাজ্যের এলমিনা শহরে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএএম) প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজামান মাহমুদ দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসকে বলেছেন, বিধ্বস্ত বিমানটি বিচক্রাফট মডেল-৩৯০ এর। যার নিবন্ধন নম্বর এন২৮জেভি।

সেলানগর রাজ্যের পুলিশপ্রধান জানান, বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানকার একটি গাড়ি ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক ও মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় ফ্লাইটের ভেতরে কমপক্ষে দুজন ক্রু ও ছয়জন যাত্রী পেয়েছি। যাদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।

তিনি বলেন, বিমানের ধ্বংসাবশেষের আঘাতে সড়কে একটি গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহীও মারা গেছেন। তবে গাড়ির ভেতরে আরও লোকজন ছিল কি না আমরা এখনও তা নিশ্চিত হতে পারিনি।

Link copied!