পাকিস্তানের একটি অঞ্চলে সেনা চৌকিতে হামলা করেছে জঙ্গিরা। দেশটির উত্তর ওয়াজিরিস্তানের মিরআলী এলাকায় করা ওই হামলায় দুই কর্মকর্তাসহ সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৭ মার্চ) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী ওই এলাকার নিরাপত্তা চৌকিতে প্রথমে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে জঙ্গিরা। এরপর সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় ভবনের একটি অংশ ধসে পড়ে পাঁচ সেনা নিহত হন।
হামলার সময় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন লেফটেন্যান্ট কর্নেল কাশিফ। অভিযান চলাকালীন আরও দুই সেনা কর্মকর্তা নিহত হন।
নিহত দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কাশিফ আলী ও ক্যাপ্টেন মুহাম্মদ আহমেদ বদর। হামলার পর ওই এলাকায় অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী।
হামলার দায় স্বীকার করেছে নবগঠিত জঙ্গিগোষ্ঠী জইশ-ই-ফুরসান-ই-মুহাম্মদ।
সূত্র: এনডিটিভি