ছবি: সংগৃহীত
রাশিয়ার একটি বোমারু বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছে ইউক্রেন।
সোমবার (৮ জুলাই) পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি টিইউ-২২এম৩ কৌশলগত বোমারু বিমান ছিনতাই করে ইউক্রেনে উড়িয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। সংস্থাটি জানায়, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এই ছিনতাইয়ের পরিকল্পনা করেছে।
সোভিয়েত শাসনামলের গোয়েন্দা সংস্থা কেজিবির প্রধান উত্তরসূরি সংস্থা এফএসবি জানায়, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা আর্থিক পুরস্কার ও ইতালির নাগরিকত্ব দেওয়ার বন্দোবস্তের বিনিময়ে রাশিয়ার সামরিক বাহিনীর একজন পাইলটকে একটি ক্ষেপণাস্ত্রবাহী (টিইউ-২২এম৩) উড়িয়ে নিয়ে ইউক্রেনে অবতরণে রাজি করানোর চেষ্টা করেছিল।
ব্যর্থ এই ছিনতাইচেষ্টার সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর গোয়েন্দা বাহিনী জড়িত থাকার বিষয়টি উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা। তবে সুনির্দিষ্টভাবে এই দাবির সত্যতা সম্পর্কে জানা যায়নি।
এই ‘প্রক্রিয়া’ চলাকালীন রুশ গোয়েন্দা কর্মকর্তারা তথ্য সংগ্রহে সক্ষম হন এবং সেটা রুশ সামরিক বাহিনীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওজারনইয়া বিমানবন্দরে সফলভাবে আঘাত হানতে সহায়তা করে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট