বাংলাদেশি জাহাজ ছিনতাই

মুক্তিপণ নিয়ে তীরে উঠেই ৮ জলদস্যু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৪, ০৬:৪২ পিএম

মুক্তিপণ নিয়ে তীরে উঠেই ৮ জলদস্যু গ্রেপ্তার

এমভি আব্দুল্লাহ নামে বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৮ জলদস্যুকে মুক্তিপণ নিয়ে তীরে ওঠার পর পরই গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বাংলাদেশ সময় শনিবার(১৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ২৩ নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয় দস্যুরা।

সোমালীয় সংবাদমাধ্যম গারোয়ে অনলাইনের খবরে বলা হয়েছে, জাহাজটি মুক্তির পর পরই স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের পূর্ব উপকূল থেকে দস্যুদের গ্রেপ্তার করা হয়।

পুন্টল্যান্ড পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, বাংলাদেশি জাহাজ ও নাবিকদের জিম্মির সঙ্গে জড়িত এই ৮ দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কাছ থেকে মুক্তিপণের কোনো অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে কি না সেটি স্পষ্ট করেননি তিনি। এ সময় মুক্তিপণের মাধ্যমে জাহাজ ছাড়িয়ে নেওয়ার বিষয়টি দস্যুদের আরও জাহাজ ছিনতাইয়ে উদ্বুদ্ধ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওই কর্মকর্তা।

এদিকে রয়টার্সকে দুজন জলদস্যু জানান, দুই দিন আগেই মুক্তিপণ হিসেবে তাদের ৫০ লাখ ডলার দেওয়া হয়। এই অর্থগুলো নকল কি না পরবর্তীতে সেটি যাচাই বাছাই করে তারা। এরপর নিজেদের মধ্যে মুক্তিপণ ভাগাভাগি করে জাহাজ ছেড়ে চলে যায় তারা।

Link copied!