কলকাতার জলাশয়ে বাংলাদেশি যুবকের লাশ, খতিয়ে দেখছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১১, ২০২৪, ০৯:২৫ এএম

কলকাতার জলাশয়ে বাংলাদেশি যুবকের লাশ, খতিয়ে দেখছে পুলিশ

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মহানগরীর সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয়ে ওই যুবকের লাশ পড়ে ছিল।

তাকে উদ্ধারের পর বংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। কীভাবে তিনি ওই এলাকায় গেলেন, কীভাবে এই মৃত্যু- সেটা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা পুলিশ সূত্র জানায়, মৃত বাংলাদেশি যুবকের নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার বাসিন্দা। কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন। উঠেছিলেন নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গেছিলেন- সেটা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশ থেকে কলকাতায় কেন এসেছিলেন এই যুবক- সেটাও অস্পষ্ট।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবক আত্মহত্যা করেছেন। কারণ তাকে ওই জলাশয়ে ঝাঁপ দিতে দেখা গেছে। পুলিশ জানায়, গতকাল বুধবার সকাল নয়টার দিকে হঠাৎ ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক।  সেই দৃশ্য দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা।

স্থানীয়দের সহায়তায় কলকাতা পুলিশ জলাশয় থেকে যুবককে উদ্ধার করে এবং তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার কাছ থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যুবকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে যুবকের পরিচয়। বাংলাদেশে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

Link copied!