গাজায় যুদ্ধবিরতিতে ‘বাধা’ হামাস, কাতারের আমিরকে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৪, ২০২৪, ১২:৪৫ পিএম

গাজায় যুদ্ধবিরতিতে ‘বাধা’ হামাস, কাতারের আমিরকে বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে হামাসকে ‘বাধা’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তিনি বলেছেন, যুদ্ধবিরতি মেনে নিতে হামাসের ওপর চাপ প্রয়োগ করতে হবে।

এদিন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টার বিষয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেন কাতারের আমিরি দিওয়ান। হোয়াইট হাউসের বিবৃতিতেও আলোচনার বিষয়টি তুলে ধরা হয়।

বাইডেন উল্লেখ করেন, গাজা এবং ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোর উন্নয়নের বিষয়েও কাতার ও যুক্তরাষ্ট্রের নেতারা আলোচনা করেছেন।

মিশর ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতারও পরোক্ষভাবে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনাটিতে তিনটি পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলো হলো যথাক্রমে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন।

এই প্রস্তাবে হামাসকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। কিন্তু হামাস বরাবরের মতোই ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র: আলজাজিরা

Link copied!