সংগৃহীত ছবি
গত শনিবার হঠাৎ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাস। পরবর্তীতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এবার হামাসকে ধ্বংস করার হুমকি দিয়েছেন তিনি। এ হুমকির পর যুদ্ধের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ইহুদি কমিউনিটির নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ যুদ্ধ প্রসঙ্গে বাইডেন বলেন, হলোকাস্টের (ইহুদি গণহত্যা) পর সবচেয়ে মারাত্মক দিন দেখছে ইহুদিরা।
হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার ২০০ শ ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলায় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
যুদ্ধ ইস্যুতে নেতানিয়াহুর সাথে কথা বলেছেন বাইডেন। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহুকে আমি জানি ৪০ বছর ধরে। আমি ইসরায়েলকে বলেছি যাতে তারা নিয়ম মেনে যুদ্ধ করে।
এ প্রথমবারের মতো ইসরায়েলকে যুদ্ধে সংযমী হওয়ার আহ্বান জানালেন বাইডেন। এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, আমার চোখে প্রত্যেক হামাস সদস্যই মৃত ব্যক্তি বা ডেড ম্যান।