যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টসহ (গোয়েন্দা) একাধিক কর্মীকে কামড়ানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর ‘কমান্ডার’কে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার (৪ অক্টোবর) হোয়াইট হাউসের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এএফপি’র প্রতিবেদনের মাধ্যমে এনডিটিভি জানিয়েছে, বাইডেনের কমান্ডারকে একটি অজ্ঞাত স্থানে পাঠানো হয়েছে এবং কুকুরটির বিষয়ে ‘পরবর্তী পদক্ষেপ’ খতিয়ে দেখা হচ্ছে।
সিক্রেট সার্ভিস স্বীকার করেছে যে, তাদের ১১ জন এজেন্টকে কামড়েছে কমান্ডার। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কারন কুকুরটি হোয়াইট হাউসের অন্যান্য কর্মীদেরও কামড় দিয়েছে।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনের যোগাযোগবিষয়ক পরিচালক এলিজাবেথ আলেক্সান্ডার এক বিবৃতিতে বলেছেন, ‘হোয়াইট হাউসের কর্মীদের নিরাপত্তার ব্যাপারে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি অত্যন্ত যত্নশীল। সিক্রেট সার্ভিসসহ সংশ্লিষ্ট সবার ধৈর্য ও সমর্থনের জন্য তারা কৃতজ্ঞ।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কমান্ডার বর্তমানে হোয়াইট হাউসে নেই।’ কমান্ডারের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, কুকুরটির ব্যাপারে নেয়া সবশেষ পদক্ষেপ স্থায়ী কি না, তা–ও জানা যায়নি।