কঙ্গোতে নৌকা ডুবি, ৮০ জনের বেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৩, ২০২৪, ১১:৪৫ এএম

কঙ্গোতে নৌকা ডুবি, ৮০ জনের বেশি নিহত

ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকা ডুবে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানা যায়, বুধবার (১২ জুন) দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি প্রাণহানির বিষয়টি ঘোষণা করেছেন।

বুধবার মাই-এনডোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের কোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।

এক এক্সবার্তায় কঙ্গোর প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় যেন আর না ঘটে সে জন্য এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ফেলিক্স।
এছাড়া এ ঘটনায় হতাহতদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মাই-এনডোম্ব প্রদেশের গভর্নর রিটা বোলা দুলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “রাতের বেলা নৌকা চালানোয় এই ঘটনাটি ঘটেছে। তদন্ত অব্যাহত রয়েছে।”
 

Link copied!