জুন ১৩, ২০২৫, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
বোমা হামলার হুমকি পাওয়ার পর এবার এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ থাইল্যান্ডে জরুরি অবতরণ করেছে।
শুক্রবার, ১৩ জুন দুপুরে এ খবর দিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
রয়টার্সের প্রতিবেদন বলছে, থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ওই উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বীপে ফ্লাইটের জরুরি অবতরণ করা হয়েছে। নামিয়ে আনা হয়েছে সকল যাত্রীকে।
থাইল্যান্ডের বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, জরুরি পরিকল্পনা অনুসারে এআই ৩৭৯ ফ্লাইটের ১৫৬ যাত্রীকে নামিয়ে আনা হয়েছে।
প্রতিবেদন বলছে, এ ঘটনার আগেরদিন গতকাল বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছে একই কোম্পানির যুক্তরাজ্যের লন্ডনগামী একটি উড়োজাহাজ। এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির ২৪২ আরোহীর মধ্যে শুধু একজন বেঁচে আছেন। বাকি সবাই মারা গেছেন।
থাইল্যান্ডে জরুরি অবতরণ নিয়ে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, উড়োজাহাজটি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফুকেট বিমানবন্দর থেকে ভারতের রাজধানীর উদ্দেশে উড্ডয়ন করেছিল, কিন্তু আন্দামান সাগরের চারপাশে ঘুরে দক্ষিণ থাই দ্বীপে ফিরে এসেছে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বোমা হামলার হুমকি সম্পর্কে বিস্তারিত জানায়নি। মন্তব্যের জন্য যোগাযোগে সাড়া দেয়নি তারা।
এর আগে গত বছর ভারতীয় বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলোতে বোমা হামলার ভুয়া হুমকির ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। প্রথম ১০ মাসে প্রায় এক হাজার ভুয়া কল এবং বার্তা পাওয়া যায়, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।