বৌভাতের আসরে কনে পেলেন ছাঁটাইয়ের খবর!

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩১, ২০২৪, ০১:২৪ পিএম

বৌভাতের আসরে কনে পেলেন ছাঁটাইয়ের খবর!

প্রতীকী ছবি

বেসরকারি চাকরি করলে হুটহাট চাকরি চলে যেতে পারে। আবার অনেকেই চাকরি থেকে ছাঁটাইয়ের আশঙ্কায় থাকেন। কিন্তু একটু ভেবে বলুন তো, যদি জীবনের গুরুত্বপূর্ণ দিনে আপনাকে এই বার্তা দেওয়া হয়, তাহলে আপনার কি ওই প্রতিষ্ঠানের ওপর ক্ষোভ হবে না?

এমনই ঘটনাই ঘটেছে সাইপ্রাসের এক নারীর সঙ্গে। বিয়ের পর বৌভাতের আসরে বসেই তিনি পেয়েছেন চাকরি থেকে ছাঁটাইয়ের সংবাদ।

ইউটিউবে ‘দ্য বেন আসকিন্স শো’তে বৌভাতের আসরে ছাঁটাইয়ের সংবাদ পাওয়া কনে জানান, সামাজিক প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে তার বস (ঊর্ধ্বতন কর্মকর্তা) তাকে এই সংবাদ দেন।

প্রতীকী ছবি

বিয়ে-পরবর্তী বৌভাতের আয়োজনে তার বসের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজটি ছিল, “আশা করছি, আপনার বিয়ের দিনটি ভালোই কেটেছে ও এখনও আপনি একটি সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমি শুধু আপনাকে জানাতে চেয়েছিলাম যে দুর্ভাগ্যবশত আপনাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার ব্যক্তিগত ই-মেইলে বিস্তারিত জানানো হয়েছে। আমি সত্যি দুঃখিত। আশা করছি, আপনি এগিয়ে যাবেন।”

ঘটনা যেভাবে জানতে পারেন ওই কনে
ঘটনার বর্ণনা দিয়ে সাইপ্রাসের ওই নারী বলেন, “অনুষ্ঠানে মুঠোফোনটি আমার সঙ্গে ছিল না। পরে যখন বসার সুযোগ পেলাম, ভাবলাম, অনেকেই হয়তো আমাকে শুভেচ্ছা জানিয়েছে। ফোনটা হাতে নিয়ে প্রথম যা নজরে পড়ল, তা হলো আমার প্রতিষ্ঠানের সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে ব্লক করার পাশাপাশি আমার নাম মুছে দেওয়া হয়েছে। আমি ঘাঁবড়ে গেছিলাম। মনে মনে ভাবছিলাম, এসব কী হচ্ছে।”

প্রতীকী ছবি

তিনি আরও বলেন, “এরপরই আমার প্রতিষ্ঠানের বসের বার্তা নজরে পড়ল। তখন আমার চারপাশে বন্ধুরা। আর আমি হাঁপাচ্ছিলাম। এরপর আপনি কী করবেন, ই-মেইল দেখবেন, আমিও তা করেছি।”

ছাঁটাইয়ের কারণ হিসেবে যা বলা হয়েছে
ছাঁটাইয়ের কারণ হিসেবে সাইপ্রাসের ওই নারীকে পাঠানো ই-মেইলে লেখা হয়েছে, “আপনি যে পদে আছেন, সেই পদে প্রয়োজনীয় সক্ষমতা আপনি দেখাতে পারেননি।”

তবে ওই নারী বলেন, “আমার সঙ্গে এমনটা হতে পারে, আগে থেকে এমন কোনো ইঙ্গিত পাইনি বা আমাকে দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটি আমাকে দীর্ঘদিন ধরেই সরানোর পরিকল্পনা করছিল- এমন কিছুই আমি বুঝতে পারিনি।”

এই নারী বলেন, “তবে সম্প্রতি আমাদের গ্রুপে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিয়ের জন্য আমি যেদিন থেকে ছুটিতে যাই, সেদিন থেকেই ওই নতুন কর্মী কাজে যোগ দেন।”

প্রতিষ্ঠানটির কর্মীদের এই কাজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সাইপ্রাসের ওই নারী। তিনি বলেন, “আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে এমনটা করাকে আমি কাপুরুষোচিত আচরণ হিসেবে বিবেচনা করছি। তারা আমাকে সরাসরি জানাতে পারতেন।”

Link copied!