যুক্তরাজ্যের লিংকনশায়ারে রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা একজন পাইলট নিহত হয়েছেন।
শনিবার (২৫ মে) স্থানীয় সময় দুপুর একটা ২০ মিনিটের দিকে জরুরি পরিষেবা এয়ারক্রাফটি বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে।
রয়েল এয়ার ফোর্স জানায়, বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়ার ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল। কীভাবে এটা বিধ্বস্ত হয়েছে সেটা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।
এদিকে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে রয়েল এয়ার ফোর্স কর্তৃপক্ষ। তার পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়। তবে নিরাপত্তার জন্য নিহত পাইলটের নাম গণমাধ্যমে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সূত্র: সিএনএন