ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কোতে ভবন ক্ষতিগ্রস্ত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২৩, ০১:৩২ এএম

ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কোতে ভবন ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে মস্কো শহরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ আগস্ট) ভোর চারটার দিকে শহরের কেন্দ্রস্থলে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শুক্রবার ভোররাতে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোনকে ধ্বংস করার পর সেটি মস্কো এক্সপো সেন্টার কমপ্লেক্সের একটি অনাবাসিক ভবনের উপর পড়ে, তবে এতে কেউ হতাহত হয়নি।

এক্সপো সেন্টারটি রাশিয়ার ক্ষমতার কেন্দ্র ক্রেমলিন থেকে পাঁচ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। এই এক্সপো সেন্টারে প্রদর্শনী প্যাভিলিয়ন ও বহু উদ্দেশ্যে ব্যবহার করার মতো বেশ কয়েকটি হল আছে। এটি বিশাল আয়তনের একটি কমপ্লেক্স।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর স্থানীয় সময় ভোররাত ৪টার দিকে কিইভের শাসকরা মানুষবিহীন একটি আকাশযান ব্যবহার করে মস্কো ও মস্কো অঞ্চলে আরেকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে।

এ ড্রোন হামলার বিষয়ে কিয়েভ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।  

Link copied!