সংস্কৃতিকে অপমানের অভিযোগে আসামে আজমলের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৩, ০৫:৪৮ পিএম

সংস্কৃতিকে অপমানের অভিযোগে আসামে আজমলের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান ও লোকসভার সদস্য মাওলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে মরিগাঁও থানায় একটি অভিযোগ করা হয়েছে। 

আসামের মরিগাঁও জেলার লাহারিঘাটে একটি জনসভায় একটি ‘সেলেং সাদর’ ফেলে দিয়ে বৈষ্ণব সংস্কৃতিকে অপমান করার অভিযোগ এনে অসম সত্র মহাসভার (এএসএম) মরিগাঁও জেলা কমিটি ( ১৫ নভেম্বর ) এ অভিযোগ করেছে।

‘সেলেং সাদর’হচ্ছে অসমীয়া বৈষ্ণব সংস্কৃতিতে গভীর শ্রদ্ধার প্রতীক। এটি একটি কাপড়ের চাদর, যা পুরুষ এবং মহিলা বৈষ্ণব পুরোহিতরা ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং নাম কীর্তনের সময় পরিধান করেন। আসামের নামঘর বা মন্দিরের প্রধান পুরোহিত ধর্মীয় আচারের অংশ হিসেবে এটি দান করেন। এটিতে প্রবীণদের উপহারও দেওয়া হয়।

( ৫ নভেম্বর ) আসামের গোয়ালপাড়া জেলার ধুপধারায় শ্রীমন্ত শঙ্করদেব সংঘ আয়োজিত এক সামাজিক সভায় আজমলকে ‘সেলেং সাদর’ দিয়ে বরণ করা হয়। তখন  তিনি সেটি সরিয়ে রাখেন। এ কারনে তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রকাশ্যে ‘সেলেং সাদর’-এর অপমান করেছেন।

অসম সত্র মহাসভার (এএসএম) মরিগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র বোরকাকোটি বলেছেন, ‘আজমল সেলেং সাদরকে অসম্মান করায় আমি আজমলের বিরুদ্ধে মানহানির মামলা করেছি।

আজমলের কাজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমি এফআইআর করেছি, যাতে কেউ এমন কাজের পুনরাবৃত্তি না করে। আমরা শান্তিপূর্ণভাবে আসামে বসবাস করতে চাই।’

এ সময় এআইইউডিএফের সহসভাপতি মাওলানা আবদুল কাদির, আসামের বিধায়ক আমিনুল ইসলাম, করিমুদ্দিন বারভূয়ান, হাফিজ রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, নারজুল ইসলাম ও আশরাফুল হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। 

আজমল তাঁর বক্তব্যে দাবি করেন, আসন্ন লোকসভা নির্বাচনে আসামের ধুবরি, নগাঁও ও করিমগঞ্জ আসনে এআইইউডিএফের প্রার্থীরা জয়ী হবেন।

 

Link copied!