রাশিয়াকে সমর্থন দিলে চূড়ান্ত পরিণতি বরণ করতে হবে চীনকে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২৪, ০৬:৫৮ পিএম

রাশিয়াকে সমর্থন দিলে চূড়ান্ত পরিণতি বরণ করতে হবে চীনকে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ন্যাটো মহাসচিব জেন্স স্টল্টেনবার্গ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থনের জন্য চীনকে চূড়ান্ত পরিণতি বরণ করতে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার অভিযোগ, চীনের কাছ থেকে ‘গুরুত্বপূর্ণ’ সমর্থন পেয়েই রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে সামরিক সহায়তার মধ্য দিয়ে রাশিয়াকে প্রশ্রয় দিচ্ছে চীন। এজন্য দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেন যুদ্ধ।

বুধবার (১৯ জুন) ন্যাটো মহাসচিব জেন্স স্টল্টেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ধমকের সুরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চীনের সমর্থনেই ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। এটা খুব দ্রুত বন্ধ করতে হবে।”

গত সোমবার পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধান জেন্স স্টল্টেনবার্গও চীনকে সতর্ক করে দিয়েছিলেন। ওয়াশিংটন সফরকালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটো প্রধান বলেন, “এটা কখনও দীর্ঘমেয়াদে চলতে পারে না।”

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের ‘নিরপেক্ষ’ বলে ঘোষণা করেছে বেইজিং। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী রাশিয়াকে সামরিক সহায়তা করার বিষয়টি অস্বীকার করে আসছে দেশটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!