উইঘুর মুসলিমদের গ্রামের নাম পাল্টে দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২৪, ১০:৩০ পিএম

উইঘুর মুসলিমদের গ্রামের নাম পাল্টে দিলো চীন

প্রতীকী ছবি

কমিউনিস্ট প্রভাব ধরে রাখতে জিনজিয়াং প্রদেশের ৩ হাজার ৬০০ গ্রামের নাম পাল্টে দিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। এর মধ্যে উইঘুর মুসলিম অধ্যুষিত গ্রাম রয়েছে প্রায় ৬৩০টি।

দীর্ঘ দিন উইঘুর মুসলিমদের নিয়ে কাজ করা নরওয়ের একটি সংস্থা এবং মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একত্রে করা এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংস্থা দুটি ২০০৯-২০২৩ সালের মধ্যে জাতীয় পরিসংখ্যান বিভাগে নথিভুক্ত ২৫ হাজার গ্রামের নাম নিয়ে গবেষণা চালায়।

গবেষণায় উঠে আসে, ৩ হাজার ৬০০ গ্রামের নাম বদলে দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী এর মধ্যে প্রায় ৬৩০টি গ্রাম উইঘুর মুসলিম অধ্যুষিত। এসব গ্রামের নামের সঙ্গে উইঘুর বা মুসলিম সংস্কৃতি সংশ্লিষ্ট শব্দ যুক্ত ছিল। সেসব শব্দ বাদ দিয়ে নতুন নাম রাখা হয়েছে।

সূত্র: বিবিসি

Link copied!