প্রিয় চেয়ারম্যান, আপনাকে রাশিয়ায় দেখে আমি আনন্দিত: কিমকে স্বাগত জানিয়ে পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১২:৩৪ পিএম

প্রিয় চেয়ারম্যান, আপনাকে রাশিয়ায় দেখে আমি আনন্দিত: কিমকে স্বাগত জানিয়ে পুতিন

কিম-পুতিন বৈঠকের এক ফাঁকে ভোজপর্বে। ছবি: তাস

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার আলোচিত রাশিয়া সফর শুরু করেছেন। এরইমধ্যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন। সফররত উত্তর কোরিয়ার নেতা এবং তাদের সহকারী প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক কিছু আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। আলোচনায় দুই নেতার ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়া কর্তৃপক্ষ।

ভিডিওটিতে দেখা গেছে বৈঠকের শুরুতেই পুতিন কিমকে বলছেন, প্রিয় চেয়ারম্যান, আপনাকে রাশিয়ায় দেখে এবং আতিথেয়তা করতে পেরে আমি যারপর নাই আনন্দিত। এবার ভস্টোচনি কসমোড্রোমে (রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র) বসতে আমরা সম্মত হয়েছি। 

বিশ্বের এই দুই নেতা সব সময়ই আলোচনায় থাকেন।  এর আগে এই ‍দুই নেতার শেষবার দেখা হয়েছিল ২০১৯ সালে দেশটির আরও দক্ষিণে বন্দর শহর ভ্লাদিভোস্টকে।

ভস্টোচনি কসমোড্রোমে ওই বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমি উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহায়তা করতে চাই। কারণ এ বছর উত্তর কোরিয়া দুই বার তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে ব্যর্থ হয়েছে। 

অনেক বিশ্লেষকের মতে, দুই দেশের মধ্যে একটি অস্ত্র চুক্তিও চূড়ান্ত হতে পারে। এই চুক্তি অনুসারে পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে গোলাবারুদ সরবরাহ করতে পারে।

সূত্র: বিবিসি ও এএফপি

Link copied!