ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০

বিবিসি

ডিসেম্বর ৩০, ২০২৩, ০৯:৪৯ এএম

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০

ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় বোমা হামলায় ৩০ জন নিহত।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সবচেয়ে বড় বোমা হামলায় নিহতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে কিয়েভ, ওডেসা, ডিনিপ্রোপেট্রোভস্ক, খারকিভ এবং লভিভে রাশিয়ার ওই হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গতকাল দেশটির বিভিন্ন এলাকায় আকাশপথে ১৫৮টি হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে।

এ দিন প্রথমে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালায় বলে জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি। তিনি বলেন, এরপর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৫৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, পাঁচটি অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি রাডারবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া।

আজ ‘রাশিয়া নিজেদের ভান্ডারে থাকা প্রায় সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে’ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

হামলার পর এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনা, একটি হাসপাতালের প্রসূতি বিভাগ ও বেসামরিক লোকজনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Link copied!