ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি জার্মানিতে

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৪, ২০২৪, ০৭:৫০ এএম

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি জার্মানিতে

চলতি সপ্তাহের বুধবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে। এছাড়া গতকাল বৃহস্পতিবার খোদ ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ অবরুদ্ধ দেশটিকে স্বীকৃতির দাবি তুলেছেন। একই দিন জার্মানিতেও উঠেছে একই দাবি।

জার্মানির উগ্র বামপন্থি বিরোধী দল দ্য লেফট সরকারের কাছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানায়। খবর আনাদোলুর।

পাবলিক ব্রডকাস্টার এমডিআরকে পররাষ্ট্র নীতিবিষয়ক মুখপাত্র গ্রেগর গিসি বলেন, “ইসরায়েলের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া উচিত। কেননা শুধু ফিলিস্তিনই হামাস ও অন্যান্য উগ্রবাদী দলকে মোকাবেলা করতে পারে।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের চেয়ে হামাস ও অন্যান্য সংগঠনের বিরুদ্ধে ফিলিস্তিন কার্যকরী পদক্ষেপ নিতে পারে। ইসরায়েল শুধু সামরিকভাবে এটা করতে পারে। কিন্তু ফিলিস্তিন কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কাঠামো দিয়ে এর মোকাবেলা করতে পারে।”

এই আইনপ্রণেতা জোর দিয়ে বলেন, “হলোকাস্টের জন্য ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে কথা বলার ব্যাপারে জার্মানিতে বিশেষ বিধিনিষেধ আছে।”

গ্রেগর গিসি বলেন, “এমন অনেক দেশ আছে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এই অবস্থায় আমাদের ট্রেন মিস করা উচিত নয়। এ বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত।”

Link copied!