মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশে, দেশের বাইরে স্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে বাইডেন এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেন এই ভাষণ দেন।
বাইডেন ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায়, তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে।
বাইডেন বলেন, ‘আমরা সরে যাব না।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অগ্রসর হচ্ছেন। আরও সহায়তা পাওয়ার মাধ্যমে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারে।