গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৩, ০৮:০৫ পিএম

গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলায় চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। ওই দিন থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে প্রায় ৮ হাজার শিশু রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মধ্যস্থতায় কিছুদিনের যুদ্ধবিরতি শেষ হতেই আরও গতিতে গাজায় হামলা চালিয়ে চলেছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থা দেখে আরও এক দফা যুদ্ধবিরতি দেয়া যায় কি না এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার।

শনিবার এক বিবৃতিতে আলোচনা চলছে বলে জানায়  কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবিক বিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একটি সমন্বিত ও টেকসই চুক্তি সম্পাদনের মাধ্যমে যুদ্ধ অবসানের প্রত্যাশা করছে কাতার। আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্তপাত বন্ধ করতে হবে।’

এদিকে শুক্র ও শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল, আকাশ ও নৌপথে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অনেকেই হতাহত হয়েছেন। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে।  নিহত হয়েছেন আল–জাজিরার সাংবাদিক সামির আবু দাকা।

গতকাল শুক্রবার গাজায় হামাসের হাতে থাকা তিনজন জিম্মিকে ‘ভুল করে’ নিজেরাই হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিষয়টি স্বীকার করেছে তারা। এ ঘটনায় দেশটিতে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ইসরায়েল।

Link copied!