আমেরিকার আরেক অঙ্গরাজ্যের নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৩, ০৯:২৮ এএম

আমেরিকার আরেক অঙ্গরাজ্যের নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

ডোনাল্ড ট্রাম্প।

কলরাডোর পর যুক্তরাষ্ট্রের মেইনে অঙ্গরাজ্যেও ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে আগামী বছরের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ট্রাম্পকে ‘অযোগ্য’ বলে ঘোষণা করা হলো সেখানে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেইনের শীর্ষস্থানীয় নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি, ‘ক্যাপিটল হামলা’র পেছনে ট্রাম্পের ভূমিকার জন্যই তাকে ভোটে দাঁড়ানোর জন্য অযোগ্য ঘোষণা করা হলো। এর আগে ১৯ ডিসেম্বর একই কারণে কলোরাডো অঙ্গরাজ্যের শীর্ষ আদালত ট্রাম্পকে ভোটের লড়ার অযোগ্য বলে ঘোষণা করেছিল।

মার্কিন সংবিধানে ১৪তম সংশোধনীর ধারা অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া কোনও ব্যক্তি যদি সরকার বিরোধী অভ্যুত্থান বা বিদ্রোহে জড়িত থাকেন, তবে তাঁকে ফের প্রেসিডেন্ট পদে বসার অযোগ্য বলে ঘোষণা করা হবে।

কলরাডো ও মেইনে অঙ্গরাজ্যের এ রায়ের বিষয়ে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন ট্রাম্প।

Link copied!