ইকুয়েডর পেল সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৩, ০৭:২৯ পিএম

ইকুয়েডর পেল সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট

সংগৃহীত ছবি

মাত্র ৩৫ বছর বয়সে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড্যানিয়েল নোবোয়া। দেশটির ইতিহাসে সবচে কম বয়সী রাষ্ট্রপ্রধান তিনি।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, রবিবার (১৫ অক্টোবর) ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ হয়। সোমবার (১৬ অক্টোবর) ৯০ শতাংশ ভোট গণনার পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন নোবোয়া।

জয় লাভের পর জাতির প্রতি নোবোয়া বলেন, তিনি তাঁর দেশের ‘হাসি’ ও ‘শান্তি’ ফিরিয়ে দেবেন।

এদিকে রাজধানী কুইটোতে সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে গঞ্জালেস পরাজয় স্বীকার করে নবনির্বাচিত প্রেসিডেন্ট নোবোয়াকে অভিনন্দন জানান।

চলতি বছরের আগস্টে ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোট হয়। সে সময় কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। তাই নিয়ম অনুযায়ী ভোট গড়ায় দ্বিতীয় দফায়। প্রথম দফায় ভোটে এগিয়ে থাকা দুই প্রার্থী লুইসা ম্যাগদালেনা গঞ্জালেস ও ড্যানিয়েল নোবোয়া রানঅফ নির্বাচনে  লড়াই করেন।

Link copied!