ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে মধ্যস্থতা করে আসছে মিসর ও কাতার। এবার যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে মিসর।
সোমবার আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রস্তাবে ৭ থেকে ১০ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজার সশস্ত্র সংগঠনগুলোর হাতে থাকা সব বেসামরিক জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও আরও কিছু প্রস্তাব এই চুক্তিতে যুক্ত করা হয়েছে।
অতিরিক্ত এক সপ্তাহের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে জিম্মি সব নারী সেনার মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।
এরপর এক মাসের আলোচনার ভিত্তিতে আরও ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহারের শর্তে জিম্মি সব ইসরায়েলি সেনাকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে এসব প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়ার সম্ভাবনা কম।
গতকাল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এ নিয়ে ইসরায়েলকে অনেক রাজনৈতিক বিষয়ে বিবেচনায় নিতে হবে। বিশেষ করে মন্ত্রিসভা ঐক্যবদ্ধ নয়। যুদ্ধ বন্ধ নিয়ে মন্ত্রিসভায় পক্ষ-বিপক্ষ রয়েছে। এ ছাড়া স্থল অভিযান বিস্তৃত করার চেয়ে বিমান হামলা বাড়ানোর পক্ষেও মত রয়েছে।