আবারও বাবা হলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৪, ২০২৪, ০৩:২৬ পিএম

আবারও বাবা হলেন ইলন মাস্ক

ইলন মাস্ক। ইনসেটে তার ১২তম সন্তান। ছবি: সংগৃহীত

আবারও সন্তানের বাবা হয়েছেন টেসলা-স্পেসএক্সের ইলন মাস্ক। চলতি বছরের শুরুতে ইলন মাস্ক ও শিভন জিলিস দম্পতির তৃতীয় সন্তানের জন্ম হয়। এই নিয়ে ১২টি সন্তান জন্ম দিলেন ৫২ বছর বয়সের ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলের মালিক ইলন মাস্কের স্ত্রী শিভন জিলিস নিউরালিংকের অপারেশন ও বিশেষ প্রকল্প বিভাগের পরিচালক।

এর আগে ২০২১ সালের  নভেম্বরে তাদের ঘরে যমজ সন্তানের জন্ম হয়। তাদের দুজনের নাম রাখা হয় স্ট্রাইডার ও অ্যাজুর। এছাড়া সাবেক স্ত্রী উইলসনের সঙ্গে ছয়টি সন্তান এবং সাবেক বান্ধবী গ্রিমসের (প্রকৃত নাম ক্লেয়ার বাউচার) সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন ইলন মাস্ক।

২০০০-২০০৮ সাল পর্যন্ত সংসার করেন মাস্ক-উইলসন। তাদের যমজ সন্তান ২০ বছর বয়সের ভিভিয়ান ও গ্রিফিন এবং ১৮ বছর বয়সের তিন সন্তান কাই, স্যাক্সন ও ড্যামিয়ান রয়েছে। মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেক্সান্ডারের জন্ম ২০০২ সালে। তবে ১০ সপ্তাহ বয়সে সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমে (এসআইডিএস) তার মৃত্যু হয়।

২০১৮ সালে গ্রিমসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মাস্ক। ২০২১ সালের মে মাসে তাদের ছেলে এক্সে এক্সআইআই জন্মগ্রহণ করে। এক বছর পরে সারোগেটের মাধ্যমে তাদের মেয়ে এক্সা ডার্ক সিডেরেল জন্ম নেয়। ইলনকে নিয়ে লেখা আইজ্যাকসনের বায়োগ্রাফি বই অনুযায়ী ২০২২ সালে মাস্ক-গ্রিমসের প্রেমের সম্পর্কের ইতি ঘটে। তাদের ঘরে টেকনো মেকানিকাস নামে আরেকটি ছেলে রয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে গ্রিমস এক্সে (সাবেক টুইটার) লেখেন, তিনি চান যে তিনি যাতে দেখাতে পারেন তার ছোট্ট টেকনো কতটা সুন্দর। তবে তার অগ্রাধিকার এখন তার সন্তানদের জনসাধারণের দৃষ্টি থেকে দূরে রাখা। তাদের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

সূত্র: ডেইলি মেইল

Link copied!